মথুরেশপুর(কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার ধলবাড়ীয়া চৌমোহনি রংধনু কমিউনিটি সেন্টারে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেত্রীবৃন্দ, জনপ্রিতিনিধি, উপজেলা বিভিন্ন শিক্ষাক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শ্যামনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলি মুন্সি, শ্যামনগর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, শ্যামনগর উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, অধ্যক্ষ আবদুল ওয়াহাব, অধ্যক্ষ আবুল বাশার, শ্যামনগর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক সুশান্ত বিশ্বাস বাবুলাল, কালিগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন ও সজল মুখার্জী, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাদেক সদস্য প্রধান শিক্ষক একে এম জাহাঙ্গীর কবীর, অধ্যক্ষ আব্দুল কাদের হেলালী, প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, প্রধান শিক্ষক সুব্রত বদ্ধ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।