এ. মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলা ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসা মাঠে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ৯তম উত্তর পাড়া প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আন্তঃপাড়া ক্রিকেট টুর্নামেন্টে আব্দুল মাজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক মো. রোকনুজ্জামান লাভলু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদকের কালো ছোবল থেকে রক্ষার ক্ষেত্রে খেলাধুলার বিকল্প নেই। ভালুকা চাঁদপুর উত্তর পাড়া যুব সংঘকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে আরো এমন সুন্দর আয়োজন করার আহবান করেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৯৯ রান সংগ্রহ করে গোল্ডেনসান ক্রিকেট একাদশ। ডার্কমুন ক্রিকেট একাদশ জয়ের লক্ষ্যে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে।
ফলে ২৩ রানে জয়লাভ করে গোল্ডেনসান ক্রিকেট একাদশ। অসংখ্য ক্রিকেটপ্রেমী দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্ট চাম্পিয়ন গোল্ডেনসান ক্রিকেট একাদশের অধিনায়ক নাজমুস সাকিবের হাতে চাম্পিয়ান ট্রফি প্রদান করা হয়। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোল্ডেনসানের অধিনায়ক নাজমুস সাকিব। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম খাঁ, আব্দুল আলিম মোল্লা, সাব্বির হোসেন, টুটুল ইসলাম প্রমুখ। টুর্নামেন্টে স্কোরারের দায়িত্ব পালন করেন রাফসান জামিল এবং খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাব্বির হোসেন ও সবুজ হোসেন।