মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের প্রাণপ্রিয় নেতা নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় শহরের পৌরসভার ২নং ওয়ার্ডের ফুড অফিস মোড়, পোষ্ট অফিস মোড় ও সংগীতা সিনেমা হল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন তিনি। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বিভিন্ন স্থানে মানুষের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিমিয় করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ২নং ওয়ার্ড শাখার সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দ্বীপ, মো. রবিউল ইসলাম, মো. এরশাদুল ইসলাম জীবন, মো. হোহেল গাজী, মো. ইমান আলী ও পিযুষ মিত্র প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।