রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

খানপুর সিদীকিয়া আলিম মাদ্রাসার পরীক্ষার ফলাফল

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ১৭, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ

জি এম আবু জাফর, (নিজস্ব প্রতিনিধি) : ১৭ই ডিসেম্বর রবিবার খানপুর আলিম মাদ্রাসার পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন সম্মিলিতভাবে মাদ্রাসার শিক্ষকরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাও. আব্দুল আহাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানপুর আলিম মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে অনুষ্ঠান পরিচালনা করেন এবং পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আফসার উদ্দিন খানপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব মোঃ ওয়াজেদ আলী মাস্টার, মোঃ মোজাম উদ্দিন মাস্টার, মোঃ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন খানপুর সিদ্দিকী আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকারা, এ কে এম মোজাম্মেল হক সহকারী অধ্যপক, মাওঃ নাজমুল হুদা সহকারি অধ্যাপক, আলহাজ্ব মাওঃ ওহিদুজ্জামান আরবি প্রভাষক, মোছাঃ হুমায়রা আরবি প্রভাষক, মো: মশিউর রহমান অর্থনীতি প্রভাষক, মো: আল আমিন ইংরেজি প্রভাষক, মোছা:মমতাজ পারভীন বাংলা প্রভাষক, শেখ নাফিজ আহমেদ তথ্যপ্রযুক্তি প্রভাষক, হযরত মাওলানা আরিফ বিল্লাহ সহকারী মৌলভী, মো: আব্দুল রাজ্জাক সহকারী মৌলভী, একেএম কামরুজ্জামান সহকারি মৌলভী, মো:আমজাদ হোসেন সহকারী শিক্ষক ইংরেজি, মো: রবিউল ইসলাম সহকারী শিক্ষক গনিত, মোঃ মোস্তফা আল মামুদ সহকারী শিক্ষক কৃষি, মোঃ আব্দুল মজিদ শিক্ষক কম্পিউটার, মোঃ হাসানুজ্জামান সহকারি শিক্ষক শরীরচর্চা, মোছা: ফারহানা নার্গিস সহকারী শিক্ষিকা সমাজ, মোছাঃ মন্জুয়ারা খাতুন সহকারি শিক্ষিকা বাংলা, মাওলানা দেলোয়ার হোসেন ইবতেদায়ী প্রধান, মোছা: মারুফা আরফিন ইব:জুনি:শিক্ষক, মোঃ গোলাম মোস্তফা ইব: জুনি:মৌলভী, কারী আব্দুল হক ইব:কারী সবাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ৯শ্রেণী থেকে ১.মোছা: তাজমিরা সুলতানা ২. মোছা: মোজাহিদা খাতুন ৩. মোছা :ফারিয়া ফারজানা।

৮ম শ্রেণী থেকে ১.মোছা: সুমাইয়া খাতুন, ২. মোছা: রুহিতামান্না খাতুন, ৩. মোছা: জাকিয়া আক্তার। ৭ম শ্রেণী থেকে ১. মোছা:হাবিবা খাতুন, ২.মোছা:মুশফিকা খাতুন, ৩.মোছা:ফারহানা খাতুন। ৬ষ্ঠ শ্রেণী থেকে ১. মোছা:খাবিয়া খাতুন ২. মোছা: সুমাইয়া খাতুন ৩. মোছা: মারিয়া খাতুন। ৫ম শ্রেণী থেকে ১.মোছা: মুসতাছিনা খাতুন ২. মোছা: ফারিয়া খাতুন ৩. মোছা: সাদিয়া খাতুন। ৪র্থ শ্রেণী থেকে ১. মো: জুবায়ের হোসেন, ২. মো: আতিকুর রহমান, ৩. মোছা: ফারজানা ইয়াসমিন। ৩য় শ্রেণী থেকে ১. মো:আশিক হোসেন,২. মো: হুমায়ূন আহমেদ, ৩. মোছা: মুজাহিদা মুর্শিদা। ২য় শ্রেণী থেকে ১. মো: আরাফাত হোসেন, ২. মো: হাবিবুর রহমান, ৩. মো: নাজমুস সাকিব। ১শ্রেণী থেকে ১.মোছা: সাজিদা আফিন ২. মোছা:তাবাসসুম, ৩. মোছা:সুমাইয়া খাতুন। ক্লাসে ফার্স্ট সর্বোচ্চ ফলাফল ৭শ্রেণীর মোছা: হাবিবা খাতুন প্রাপ্ত নং ৮৯.৫০। ৩শ্রেণী থেকে একতেদায়ী পর্যায়ে প্রথম স্থান মো:আশিক হোসেন প্রাপ্ত নং ৯৬.০০।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত