এস এম মহিদার রহমান : জাতীয় সাংবাদিক সংস্থা জাতীয় পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় সাংবাদিক সংস্থা জাতীয় পরিষদের আয়োজনে ঢাকার যাত্রাবাড়ী অফিস মিলাতয়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ মুহাম্মদ আলমগীর গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জাতীয় পরিষদ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি এস.এম মহিদার রহমান, বিশেষ অতিথি ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সহকারী সম্পাদক লায়ন হেলার উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সংস্থার নরসিংদী জেলার সভাপতি সোহেল এস হোসাইন, ঢাকা জেলার সহ সভাপতি মাহমুদ মোস্তফা, ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক আমীর হোসেন।এছাড়া সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী, সাংবাদিক ফয়সাল আহমেদ সাগর, রাকিব উদ্দিন, সৌরভ হোসেন, শাহ আলম, আব্দুল মান্নান, আবজাল হোসেন, বিথী,কাজী ইব্রাহিম শিমুল, মুকুল হোসেন, শাহ আলম, জুনায়েদ, আব্দুল মুজিদ, বাবুল শেখ, হারুন আর রশিদ, শামসুল আলম, রেজাউল করিম, আব্দুল জলিল, এনামুল হক, তারেক আহমেদ জয়, মোহাম্মদ মিলন, মোহাম্মদ নাদিম, আলামীন সহ আরো অনেকে। সভা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশ্য দোয়া ও মোনাজাত করা হয়।