তাসকীন আহমেদ (কুলিয়া প্রতিনিধি) : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ডিসেম্বর) সকাল ১০টার অত্র বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বহেরা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষ। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মোমিন, শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল, রাধারাণী মন্ডল, মফিজুল ইসলাম, শাহানারা খাতুন, বিদ্যালয়ের ১ম শ্রেণী হতে ৫ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফলাফল ঘোষণা করা হয় এবং ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেওয়া হয়।