বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের গাভা মহাশ্মশানে শ্রী শ্রী কালি পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) রাতে গাভা মহাশ্মশান কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের প্রাণপ্রিয় নেতা নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের বিশ^নাথ ঘোষ, জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু প্রমুখ। এসময় মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।