রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরার চারটি আসনে ৩৬ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ১৭, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ

শেখ মোশফেক আহমেদ : সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থীর মধ্যে রবিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪ টা পর্যন্ত আওয়ামীলীগের দর্লীয় প্রার্থী একজনসহ মোট ৬ জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে, আওয়ামী লীগ দলীয় প্রার্থী একজন, জাকের পার্টির দুই জন, জাসদের একজন, ওয়ার্কাস পার্টির একজন ও স্বতন্ত্র প্রার্থী একজন।

রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়ন প্রত্যাহারকৃতরা হলেন, সাতক্ষীরা-১ আসনের জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলম ও একই আসনের জাসদের প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু, সাতক্ষীরা-২ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, একই আসনের জাকের পার্টির প্রার্থী শেখ ইফতেখার আল মামুন ও ওয়ার্কাস পার্টির প্রার্থী তৌহিদুর রহমান এবং সাতক্ষীরা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাসুদা খানম মেধা।

জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলম ও শেখ ইফতেখার আল মামুন জানান, যেখানে আসন নিয়ে ভাগাভাগি হচ্ছে সেখানে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারেনা। আর নিরপেক্ষ নির্বাচন হবেনা বলেই তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। জাসদ প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু ও ওয়ার্কাস পার্টির প্রার্থী তৌহিদুর রহমান জানান, তারা যেহেতু মহাজোটের শরীক দল। তাদের আসনে যাদেরকে মহাজোটের প্রার্থী করা হয়েছে তারা তাদের সমর্থন করার লক্ষে তারা মনোনয়ন প্রত্যাহার করেছেন।

চুড়ান্ত প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ, স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, স্বতন্ত্র তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মুজিবুর রহমান, জাতীয় পার্টির সৈয়দ দীদার বখৎ, তৃণমূল বিএনপির সুমি ইসলাম, মুক্তিজোটের শেখ মো: আলমগীর, স্বতন্ত্র মো: নুরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের ইয়াররুল ইসলাম।

সাতক্ষীরা-২ (সদর) আসনে স্বতন্ত্র মীর মোস্তাক আহমেদ রবি-এমপি, স্বতন্ত্র মো.আফসার আলী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনএমের মো. কামরুজ্জামান বুলু, স্বতন্ত্র এনছান বাহার বুলবুল, জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান এবং তৃণমূল বিএনপির ফারহান মেহেদী মনোনয়নপত্র দাখিল করেছেন। সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম রুহুল হক, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) শেখ তরিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আব্দুল হামিদ, জাকের পার্টির মো. মঞ্জুর হোসান, তৃণমূল বিএনপির রুবেল হোসেন ও জাতীয় পার্টির মো. আলিফ হোসেন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে তৃণমুল বিএনপির আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আতাউল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এইচএম গোলাম রেজা, স্বতন্ত্র মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শেখ ইকরামুল ও জাতীয় পার্টির মো: মাহবুবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে সাতক্ষীরা-২ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী আসাদুজ্জামান বাবুসহ মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পাইকগাছায় সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়ার মোরশেদ’র মতবিনিময়

দেবহাটায় নারী অধিকার উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও মতবিনিময় সভা

সুন্দরবন থেকে হরিণের মাংসসহ চার শিকারি আটক

সদরের বড়দলের রাস্তাটি পাকা করনের দাবি এলাকাবাসীর

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ

আলিপুরে স্বতন্ত্র প্রার্থী আফসার আলীর নির্বাচনী পথসভা

সাতক্ষীরায় ভূমি সংক্রান্ত সমস্যা জানালে স্টল থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করা হবে- জেলা প্রশাসক

৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা আ’লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

সাতক্ষীরা জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা