এ. মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলা ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে সকাল ৯টায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় র্যালী, ক্রীড়া প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলীসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে পাশ্ববর্তী সড়ক গুলোতে বিজয় র্যালীর আয়োজন করা হয়।
বিজয় র্যালী শেষে বিদ্যালয়ের হলরুমে মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা, দেশাত্মবোধক গান, কৌতুক এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৯৭১ সালে রণাঙ্গনে পাক বাহিনী কর্তৃক বর্বোরচিত নির্যাতন ও আক্রমণ,নিরস্ত্র বীর বাঙ্গালীর মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ এবং অবশেষে পাক বাহিনীর আত্মসমর্পণের ইতিহাস শিক্ষার্থীদের সামনে বিস্তারিত আলোচনা করেন প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী। এছাড়াও আলোচনা শেষে বিদ্যালয়ের আন্তঃশ্রেণী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
সংস্কৃতি প্রতিযোগিতা এবং টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ কান্ত রায়, আব্দুল হান্নান, পবিত্র রায়, আমীর আলী, রাজ কুমার মল্লিক, শামীমা আরা পারভীন, শাহীনা খাতুন, সেলিনা আক্তার প্রমুখ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক দেব প্রসাদ সরকার ও খুরশীদ আলম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক বাদশা সাইফুল।