আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর উপর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেরা ১১ টায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কৃষিবিদ ডাঃ মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোসলেমা খাতুন মিলি,উপজেলা মেডিকেল অফিসার মিনাক কুমার বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ তারিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো জামাল উদ্দীন ফারুকী, উপজেলা পাবলিক হেলথ কর্মকর্তা মোঃ তানভীর হোসেইন, উপজেলা কৃষি অফিসের এসএপিপিও বিল্লাল হোসেন, আশাশুনি থানা প্রতিনিধি এস আই মোঃ আব্বাস আলী, বাংলাদেশ কৃষি ব্যাংক রাম প্রসাদ বিশ্বাস, সুশীল সমাজ প্রতিনিধি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, এ্যাডভোকেট গোলাম গনি দুদু, গোপাল কুমার মন্ডল, হাফেজ মোঃ বাকী বিল্লাহ, দেবদাস চক্রবর্তী, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।