ই.এইচ. সুজন, কুল্যা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের সুমায়ন হোসেন হঠাৎ উধাও হয়েছেন। এ ঘটনায় সুমায়নের পিতা গোলাম মোস্তফা সরদার আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন। ডায়েরী নং ১৩৬৮, তাং ২৯/১১/২৩ থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরী সূত্রে জানাগেছে, গত ২৪ নভেম্বর প্রতিদিনের ন্যায় সুমায়ন হোসেন বুধহাটা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে সে আর বাড়িতে ফেরেননি। কয়েকদিন ধরে সুমায়নের পরিবার বিভিন্ন স্থানে তাকে অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও না পেয়ে ২৯ নভেম্বর আশাশুনি থানায় একটি মিছিং ডায়েরী দায়ের করেন। তার কোন সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অথবা ০১৯২৩৮৩৩৪৪৯ যোগাযোগের জন্য আহŸান জানানো হচ্ছে।