বিশেষ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বারবার নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের প্রাণপ্রিয় নেতা নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সদরের ব্রহ্মরাজপুর বাজারে তার নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে বিপুল সংখ্যক কমীর্ সমর্থক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ইউপি সদস্য লুৎফর রহমানের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈগল পাখি প্রতীকের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য অফিস উদ্বোধন করেন তিনি।
এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, ‘আমাকে ঈগল পাখি মার্কায় ভোট প্রদানের মাধ্যমে আমাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সহযোগিতা করবেন। এছাড়া আমি সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার অবহেলিত এবং বঞ্চিত মানুষের পাশে থাকতে পারি সেজন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা আপনাদের মূল্যবান ভোটটি ঈগল প্রতীকে প্রদানের মাধ্যমে আমাকে নির্বাচিত করবেন।
আমি যেন একটি সুন্দর নান্দনিক সাতক্ষীরা উপহার দিতে পারি।’ এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, যুব নেতা মীর মহিতুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ ও বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এসএম তুহিনুর রহমান তুহিন, সাইদুর রহমান অপু, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দ্বীপ, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, ইউপি সদস্য এম.এ হাকিম, ব্রহ্মরাজপুর বাজার সমিতির সভাপতি আব্দুর রশিদ প্রমুখ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী, সমর্থক, ব্রহ্মরাজপুর বাজার সমিতির নেতৃবৃন্দ, সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।