নিজস্ব প্রতিনিধি : সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বচনের ১ দফা দাবিতে ও দেশব্যাপী সর্বাত্মক হরতালের সমর্থনে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শহরের হাঠের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সংগীতা মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সমন¦য়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব প্রমুখ।