কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ বাজার গ্রাম একতা সংঘের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ডিসেম্বর) বিকাল ৪ টায় কালিগঞ্জ পাইলট স্কুল মাঠে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি আন্তর্জাতিক ফিফা রেফারি ও উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ইকবাল আলম (বাবলু)।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সত্যপাঠ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও খবর টিভির স্টাফ রিপোর্টার শেখ আল-নূর আহম্মেদ (ইমন), কালিগঞ্জের সামাজিক, রাজনৈতিক, সুধী সমাজসহ অন্যান্য ব্যক্তিবর্গ। উক্ত খেলাটির সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আফসার সরদার।
প্রথম দিনের উদ্বোধনী খেলায় টাইব্রেকারে সখিপুর উদয়ন সংঘ কে ০২-০৪ গোলে পরাজিত করে জয়লাভ করেছে নলতা শরীফ ফুটবল একাদশ, খেলাটির সার্বিক তত্ত¡াবধানে ছিলেন আলী আশরাফ সাহেব, সুন্দর একটি ফুটবল খেলা দেখতে পেয়ে কালিগঞ্জের জনসাধারণ বাজার গ্রাম একতা যুব সংঘের যুবকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।