বিলাল হোসেন : শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে আল্লাহর দান ফার্ণিচার এন্ড সমিলে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে কোথা থেকে আগুনের সূত্রপাত হয় সেটা জানা যায়নি। গভীররাতে এলাকাবাসী আগুন দেখে ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার সময় বংশীপুর এলাকায় সড়কের পাশে সমিলে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে শ্যামনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সমিলের মালিক মোঃ নুরুজ্জামান গাজী জানান, সমিলে আগুন লেগে মেশিনসহ ঘরে যাবতীয় কাঠ এবং ফার্ণিচার পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি নি:স্ব।