নিজস্ব প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে মহাজোট প্রার্থী আশরাফুজ্জামান আশু কে লাঙ্গল প্রতিকে বিজয়ী করতে সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিকপার্টি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার সকাল ১১টায় শহরের মাস্টারপাড়ায় সাবেক এসমপি এম এ জব্বার সাহেবের বাসভবনে জেলা জাতীয় পার্টির অফিসে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিকপার্টির সভাপতি মাগফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয়পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন। প্রধান বক্তারা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনে মহাজোট প্রার্থী আশরাফুজ্জামান আশু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, পৌর জাতীয় পার্টির সভাপতি পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব সংহতির সদস্য শাখাতুল করিম পিটুল, জেলা জাতীয় পার্টির নেতা ইমামুল হক দাদু, ছাত্র বিষয়ক সম্পাদক বদরুজ্জামান বদু, জেলঅ ছাত্র সমাজের সভাপতি পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল সহ জেলা জাতীয় পার্টি, সদর উপজেলা জাতীয় পার্টি, পৌর জাতীয় পার্টি ও এর সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে জোট প্রার্থী সাতক্ষীরা জেলা জাতীয় পার্টিন সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুজ্জামান আশুকে লাঙ্গল প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল কে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।