আশাশুনি প্রতিনিধি : আসন্ন ৭ই জানুয়ারি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাটরা বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। ২৩শে ডিসেম্বর সন্ধ্যায় শোভনালী ইউনিয়নের বাটরা বাজারে শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
এসময় আশাশুনি উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি হাবিবুর রহমান, মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুছ সাকিব লিটন, আওয়ামী নেতা আক্তার হোসেন শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।