ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,৭ জানুয়ারি ২০২৪ সাতক্ষীরা ৪ আসনে শান্তি,-শৃঙ্খলা, স¤প্রতিও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরার কালিগঞ্জে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ সদস্য ও হুইপ এইচ গোলাম রেজার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বি এন এম দলের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার ফুলতলা সাহেব মোড় নামক স্থানে কালিগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রনেতা নাজমুল ইসলামের সার্বিক পরিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বি এন এম দলের দলীয় নোঙ্গর মার্কার অফিস শুভ উদ্বোধন করা হয়েছে।
নোঙ্গর মার্কার দলীয় অফিস শুভ উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক গৌরপদ দাস (বাচন) বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম, ধলবাড়িয়া ইউনিয়নের বি এন এম দলের সভাপতি আলহাজ্ব আবু ঈসা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য সালাউদ্দিন কেনা, গাবুরা ইউনিয়নের সভাপতি রবিউল জোয়ারদার, পাতাখালী ইউনিয়নের কামরুল ইসলাম সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন প্রমুখ সহ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বি এন এম দলের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন সাতক্ষীরা (৪) আসনের সংসদ সদস্য প্রার্থী এইচএম গোলাম রেজা। তিনি বলেন অনেকদিন পরে কালিগঞ্জের ফুলতলার সাধারণ মানুষ জেগে উঠেছে। আমরা সকলের নিজ নিজ অবস্থান থেকে সকলের প্রতি মান সম্মান-আত্মসম্মান বজায় রেখে নির্বাচনী প্রচার-প্রচারণার করি। কোন ব্যক্তি সাথে অযথা প্রতি হিংসার শিকার না হয়ে ধৈর্য্য ধওে আগামী ৭ তারিখে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নোঙ্গর মার্কায় আপনার মূল্যবান ভোটটি প্রদান করে আমাকে জয়যুক্ত করবেন এটাই আমি আপনাদের কাছে আমি কালিগঞ্জের প্রতিটি মানুষের কাছে প্রত্যাশা করি।
আপনারা সকলে কেউ কোন মানুষকে ছোট করে দেখবেন না। আমার জন্মস্থান শ্যামনগর উপজেলায় বর্তমান কালিগঞ্জের সর্বস্তরের মানুষ আমাকে কালিগঞ্জের বাসিন্দা করে নিয়েছেন ভালোবাসা দিয়ে। সেই অধিকারে যেভাবে আমার ইজ্জত বজায় থাকে সে ব্যবস্থা আপনারাই করবেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি নির্দ্বিধায় নির্ভয়ে নোঙ্গর মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে অবহেলিত এলাকাবাসীর সেবা করার সুযোগ দিন।