মঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

৭ জানুয়ারী সাতক্ষীরা-২ আসনে লাঙ্গল প্রতিককে বিজয়ী করুন : মোঃ নজরুল ইসলাম

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ২৬, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা সদরের ভাড়ুখালী ৪ নং ঘোনা ইউনিয়নের ভাড়ুখালী বাজারে মহাজোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২৫ ডিসেম্বর সোমবার সন্ধা সাড়ে ৬ টায় ভাড়ুখালী বাজারে মহাজোটের উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার রহিলউদ্দীনের সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিমের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদে বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনে লাঙ্গল প্রতিকে জোটের প্রার্থী জেলা জাতীয পার্টিার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন। এছাড়া বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মশিয়ুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদও উপজেলা জাতীয পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম বিপুল, সদস্য শেখ হাসানাত মোস্তফা টপি, সদর উপজেলা আওয়ামী িেলগর সহ সভাপতি কামরুল ইসলাম, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা ছাত্র সামজের সভাপতি পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম প্রমুখ।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদে বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে। দেশে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতা নিরর্মাণ, বঙ্গবন্ধু স্যাটালাইন উৎক্ষেপণ, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, দেশের শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস, ভ‚মি ও গৃহহীনদের জন্য জমিসহ গৃহ নির্মাণ, বয়স্কদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালিন ভাতা, সকল ইউনিয়ন পর্যায়ে মা-বোনের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দোড় গোড়ায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী সাতক্ষীরার উন্নয়নে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল, সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মাণ, যুবকদের জন্য আত্মকর্মস্থানের জন্য যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দিয়েছেন।

এছাড়া তিনি ইতিমধ্যে মন্ত্রী পরিষদে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়, বসন্তপুর নৌ বন্দর স্থাপন, সাতক্ষীরা অর্থ নৈতিক জোন ঘোষণায় বরাদ্ধ ঘোষণা করেছেন। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় এখন বাংলাদেশ বিশ্বের মাঝে উন্নয়নের রোল মডেল। তাই আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম বারেরমতো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী সাতক্ষীরা-০২ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবুকে নৌকা প্রতিকে মনোনয়ন দেন। কিন্তু জোটগত কারণে এ আসনে মহাজোটের শরিকদল জাতীয় পার্টিও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুকে লাঙ্গল প্রতিকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। তাই ৭জানুয়ারী আমরা ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে সাতক্ষীরা-২ আসন মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।

নির্বাচনী জনসভায় বক্তারা বলেন, গত দশ বছরে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত যিনি সংসদ সদস্য ছিলেন তার কার্যক্রমে আওয়ামীলীগ সভানেত্রী তাকে মনোনয়ন না দিয়ে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। গত দশ বছর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম, দূর্নীতি, অবৈধ শিক্ষক নিয়োগ বাণিজ্য, ক্ষমার অপব্যবহার প্রয়োগ করা হয়েছে। তার দূশাষণে সাতক্ষীরার সাধারণ মানুষ অতিষ্ট। আগামী ৭ জানুয়ারী জাতীয় নির্বাচনে লাঙ্গল প্রতিক কে বিজয়ী করে দূর্নীতিমুক্ত সাতক্ষীরা গঠন করা হবে।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন জাতীয় পার্টির যৌথ আয়োজনে সোমবার বিকাল সাড়ে ৪টায় কাথন্ডায় মহাজোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। বৈকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অহিদুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহাসিন কবির পিন্টুর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা- ০২ আসনে লাঙ্গল প্রতিকে জোটের প্রার্থী আশরাফুজ্জামান আশু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, যুগ্ম সম্পাদক সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে মনোনীত প্রাথী মনোনয়ন প্রত্যাহারকারি প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সহ সভাপতি আসাদুজ্জামান অসলে, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মশিয়ুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, বৈকারী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

নবজীবন ইনস্টিটিউটে মুজিবনগর দিবসের আলোচনা সভা

দেবহাটায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পন্ড

সাতক্ষীরায় প্রদিপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে আম উৎসব

সবুজে সমারোহ মনিরামপুর সহ গ্রামের মাঠ, কৃষকের মুখে হাসি

কালিগঞ্জে ৭২ বোতল ফেনসিডিলসহ আটক-১

সাতক্ষীরা শিল্পকলায় যন্ত্র সংগীত উৎসব

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু

কলারোয়া পাইলট হাইস্কুলে সাইকেল শেড না থাকায় রোদ বৃষ্টিতে নষ্ট ও চুরি হচ্ছে শিক্ষার্থীদের সাইকেল

ঐতিহাসিক মুজিবনগর দিবসে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা

সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রুটে গেটলক সার্ভিস চালু করতে মালিক সমিতির মতবিনিময়