আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার মিত্র তেঁতুলিয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে মিত্র তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দিপের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নির্বাচনে নৌকার প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
ছাত্রলীগ নেতা প্রণয় সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, জেলা যুবলীগ সভাপতি আশিকুজ্জামান রিপন, ইউপি সদস্য উজ্জল মিত্র, উত্তম সরকার, রমজান আলী মোড়ল, মৎস্যজীবি লীগ নেতা আঃ সোবহান, কৃষকলীগ সাধারণ সম্পাদক মিজান, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুছ আলী সানা, জেলা যুব মহিলা লীগ নেত্রী সীমা সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দীন প্রমুখ।