বুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

মহাজোট মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চেয়ে আ’লীগ নেতাদের গণসংযোগ

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ২৭, ২০২৩ ১২:২৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চেয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের গণসংযোগ ও পথ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার আলীপুর, ঘোনা,আগরদাড়ীসহ বিভিন্ন এলাকায় এ সব পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের কাছে লাঙ্গল প্রতীকে ভোট প্রত্যাশা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাছুম, আসাদুজ্জামান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তানভীর হুসাইন সুজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, উন্নয়নের স্বার্থে লাঙ্গল প্রতীকে ভোট দিতে হবে।

কেউ বিভ্রান্ত হবেন না। মহাজোটের স্বার্থে এ আসনটিতে নৌকার পরিবর্তে জননেত্রী শেখ হাসিনা লাঙ্গল প্রতীক বরাদ্দ দিয়েছেন। সুতরাং সকলকে ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
##

 

সর্বশেষ - সাতক্ষীরা সদর