সকাল ডেস্ক : সদর কোর্টের পুলিশ সদস্যদের নিয়ে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাতক্ষীরা সদর কোর্টের পুলিশ সদস্যদের নিয়ে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
এ সময় পুলিশ সুপার কে সাতক্ষীরা সদর কোর্টের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মেহেদী হাসান ও সাতক্ষীরা সদর কোর্ট পুলিশের সদস্যবৃন্দ। পুলিশ সুপার তার বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন, পুলিশ সদস্যেদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। জেলা পুলিশের কোন ইউনিটে কোন ধরনের অনিয়ম, দুর্নীতি, অপেশাদারিত্ব বরদাস্ত করা হবে না।কোর্টে পুলিশি কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরে তিনি সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং কিছু বিষয়ে তৎক্ষণাৎ সমাধান দেন ও অবশিষ্ট বিষয়গুলো বিধি মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাতক্ষীরা সহ কোর্টের সকল স্তরের সদস্যবৃন্দ এবং সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।