নিজস্ব প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ড ইটাগাছা গড়েকান্দা এলাকায় নির্বাচনী পথসভায় পৌর যুবলীগের সভাপতি মোঃ মনোয়ার হোসেন অনু’র সভাপতিত্বে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এসএম তুহিনুর রহমান তুহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মোহিতুল আলম মহি।
সাইদুর রহমান অপু, মহাসীন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দীপ, আজমির হোসেন ফারিব, বিল্লাল হোসেন, সোহেল রানা, বাপ্পি, শরিফুল, আহাদ, অহেদ, মোজারুল, জাহাঙ্গীর, রুহুল আমিন, মঞ্জু প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এলাকার শতাধিক নারী-পুরুষ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে ইটাগাছা পূর্বপাড়া, কুখরালী বলফিল্ড, গড়েরকান্দা ও কর্মকারপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ, পথসভা ও ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।