বিশেষ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালিগঞ্জের ৯নং মথুরেশপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গড়েরহাটে নৌকা প্রতিকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২জানুয়ারী) সন্ধ্যা৭ টায় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পুলক দাসের সভাপতিত্বে কালিগঞ্জ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুল, মথুরেশপুর ইউনিয়ন পরিচালনা কমিটির সমন্বয়ক শেখ মাকসুদুর রহমান বাবু, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি প্রেসক্লাবের সহ-সভাপতি ও ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুন্না, মথুরেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন।
আর উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও ডিএমসি ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নুরুল হুদা, ডিএমসি ক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ মাসুম হাসান, ইউপি সদস্য মোঃ আবু হাসান প্রমুখ।
সভায় শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন আগামী ৭ জানুয়ারি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকে ভোট দিয়া নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে। এজন্য আগামী ৭ তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেককে বাড়ি বাড়ি যেয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচার করতে হবে। আগামী ৩ জানুয়ারি ঐতিহাসিক দেয়া ডিএমসি ক্লাব মাঠে বিকাল ৩টায় নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলনের জনসভায় যাওয়ার আহŸান করেন।