খুলনা অফিস : খুলনা মহানগর বিএনপি নেতারা বলেছেন, সরকারের লাগামহীন ক্ষমতালিপ্সা দেশ-জাতিস্বত্তা, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারসহ অপরাপর নির্বাচন কমিশনাররা সরকারি অ্যাজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছেন। দলবাজীর কারণে বর্তমান কমিশন ইতোমধ্যেই জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। একতরফা একদলীয় নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে সে কথা আবারো দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে। মঙ্গলবার (০২ জানুয়ারি) বেলা ১টায় ঘোষিত তফসিল বাতিল ও তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণসংযোগ ও লিফলেট বিতরণের অংশ হিসেবে নগরীর লবনচরা থানার জিন্নাপাড়ায় এলাকায় লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
তারা আরো বলেন, অবৈধ সরকার নির্বাচনের নামে জনগণের সাথে প্রতারণা করছে। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা হরণ করেছে। তারা আবারো মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার আরেকটি সাজানো নির্বাচন বাস্তবায়ন করতে চাচ্ছে। কিন্তু এবার আর প্রতারণার নির্বাচন করে পার পাওয়া যাবে না। ক্ষমতালিপ্সু সরকার জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়ে নিজেদের অবৈধ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে চায়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শের আলম সান্টু, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর বিএনপি’র সদস্য আক্কাস আলী, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, এইচ এম আসলাম, জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল আলম, শওগাতুল ইসলাম সগীর, মেহেদী হাসান লিটন, মো: মুরাদ হোসেন, আব্দুল আল মামুন, মুজাহিদুল ইসলাম টনি, আহসান আল বাকের, ইবাদুল ইসলাম, খান সাইফুল ইসলাম, সৈয়দ ইমরান, ফিরোজ খান, মো: ইউসুফ, নাজিম উদ্দিন শামীম ভ‚ঁইয়া, মিজানুর রহমান মিজান, সৈয়দ তানভীর আহমেদ, নোমান শেখ, মোঃ সবুজ, সৈকত ইসলাম উজ্জ্বল প্রমুখ।