নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকা থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ৩১ ডিসেম্বর বিকালে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী বিওপি’র এলাকাধীন সীমান্ত পিলার ৭/৫৪-এস হতে আনুমানিক ১০০গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে।
ওই তথ্যের উপর ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় কালিয়ানী বিওপির নায়েক মো: শাহাবুদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় চোরাকারবারী বাইসাইকেলযোগে বর্ণিত এলাকায় আগমনের পর বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বাইসাইকেল রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল চোরাকারবারীর ফেলে যাওয়া বাইসাইকেল তল্লাশী করে সিটের নিচে পাইপের ভিতরে থাকা ৮টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৩৩ গ্রাম ১২০ মিলিগ্রাম। যার মূল্য ৮৬ লক্ষ ৫০ হাজার ২২ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরী করত: স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।