বাবলা আহমেদ, বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের ৯নং মথেরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে ঐতিহাসিক দেয়া ডিএমসি ক্লাব (মাঝের) মাঠে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলন।
বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৪ টায় ইউনিয়ন আ’লীগের সভাপতি মোখলেসুর রহমান মুকুলের সভাপতিত্বে ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান জিএম শফিউল আযম লেলিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সিনিঃ সহ -সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম, শ্যামনগর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিছুর রহমান, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, ভুরুলিয়া চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু।
সভায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের উপদেষ্টা মাসুদা খানম মেধা, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ডি এম সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল , মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না,কালিগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কালীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আ’লীগের নেতা শেখ আব্দুল্লাহ, প্রভাষক মুকুন্দ ঘোষ সহ শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ, আ’লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কালিগঞ্জে নৌকা প্রতীকের শেষ জনসভা ঐতিহাসিক দেয়া মাঠে জনসমুদ্রে পরিণত হয়।
বিশাল এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম আতাউল হক দোলন বলেন-নির্বাচনী প্রতিপক্ষ এইচ এম গোলাম রেজা নিজেই আচারণ বিধি লঙ্ঘন করে উল্টো আমার বিরুদ্ধে কাল্পনিক ও অস্তিত্বহীন অভিযোগ দায়ের করে অযথা হয়রানী করছে। এই মঞ্চে যেনো আসতে না পারি সেই জন্যে মিথ্যা অভিযোগে ডিসি অফিসে জিঞ্জাসাবাদে আটকে রাখতে চেয়েছিলো। তাই একটু দেরী হলেও আমি আপনাদের ভালোবাসায় অবশেষে উপস্থিত হতে পেরেছি।
এ আসনের লক্ষ লক্ষ জনতা আমাকে ভালোবাসে বিধায় নৌকার মিছিলে মিটিংয়ে আর পথ সভায় জনসমুদ্রে পরিণত হচ্ছে। এজন্যে তিনি ইর্ষায় জ্বলেপুড়ে আমার নেতা কর্মীদের বিরুদ্ধে অপ প্রচারসহ নানান ষড়যন্ত্র করছে। তিনি একেক সময়ে একেক প্রতীক নিয়ে জনগনকে ধোকায় ফেলে নতুন নতুন নাটক মঞ্চায়ন করছে। আমি চাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারী বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিয়ে এই জনপদের উন্নয়নে অবদান রাখতে সহযোগিতা করবেন।
আজ দেশ উন্নয়নের মহা সড়কে বহমান, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অভিপ্রায়ে। আমি কথা দিয়ে যাচ্ছি আগামী ৭ তারিখে নির্বাচিত হতে পারলে কালিগঞ্জের এই ৮টি ইউনিয়নের উন্নয়নে বেশি বেশি অবদান রাখবো ইনশাআল্লাহ। বিশাল এই জনসভায় নৌকার মাঝিকে সন্মাননা স্মারক ও ফুলেল শুভেচছা প্রদান করেণ ডিএমসি ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহমেদ। ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম।