বুধবার , ৩ জানুয়ারি ২০২৪ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা দুর্নীতি মামলায় ডাঃ শেখ তৈয়বুরের বেতন ভাতা স্থগিত

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ৩, ২০২৪ ১১:৫১ অপরাহ্ণ

ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়বুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা বিভাগীয় মামলায় ২ বছরের জন্য বেতন ভাতা স্থগিত করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও শৃঙ্খলা বিভাগের মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১ জানুয়ারি কার্যকরী করার আদেশ প্রদান করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে যেহেতু ডাঃ শেখ তৈয়বুর রহমান (১২১৯৬৭) ও এস ডি স্বাস্থ্য অধিদপ্তর। ইতিপূর্বে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসাবে কর্মরত থাকা অবস্থায় তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যায়।

যে কারণে উক্ত অভিযোগের প্রেক্ষিতে ডাঃ শেখ তৈয়বুর রহমানের বিরুদ্ধে স্বাস্থ্য সেবা বিভাগের ১/৬ /২০২১ তারিখে ২০৫ নং স্মারকে সরকারি শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর বিধি ৩( খ) অনুযায়ী বিভাগীয় মামলা রুজু হয় এর প্রেক্ষিতে তার ব্যক্তিগত শুনানির জন্য বিভাগীয় তদন্তে জনসাধারণের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, হাসপাতালে চিকিৎসা নিতে আসার রোগীদের সাথে অসদাচরণ, হাসপাতালের ঔষধ বিক্রি, ঔষধ কোম্পানির রিপ্রেজেনটিভদের দিয়ে চিকিৎসা অপারেশন করানো,আর্থিক সুবিধা নিয়ে কর্মচারীদের হয়রানি, সরকারি গাড়ির ব্যক্তিগত কাজে ব্যবহার, প্রশাসনিক কাজের বিনষ্ট করার সত্যতা পেয়ে তাকে দন্ডের সুপারিশ করে বিভাগীয় মামলা দায়ের করে।

এ কারণে আদেশে বলা হয়েছে ডাক্তার শেখ তৈয়বুর রহমানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৪ (২)( খ) অনুসারে আগামী ২ বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি কর্মপুঞ্জীভ‚ত হারে স্থগিত রাখার জন্য লঘুদÐ আরোপ করা হলো।

তিনি কোন বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। বিভাগীয় মামলাটি নিষ্পত্তি করা হলো এই মর্ম স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ডা: শেখ তৈয়বুর রহমান কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে( ভারপ্রাপ্ত) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন কালীন সময়ে তিনি হাসপাতালটিকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে নানা বিধ অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা চালিয়ে হাসপাতালটিকে জিম্মি করে রেখেছিল। হাসপাতালের ঔষধ কেনার টাকা বাগান ও ঔষধি বাগানের নামে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, নানা সরঞ্জাম কেনার নামে সরকারি কোটি টাকার বরাদ্দ ভুয়া ভাউচারের মাধ্যমে তিনি আত্মসাৎ করে গেছেন।

এ ছাড়াও হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদেরকে ঠুনকো অজুহাতে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সহ বেতন ভাতা বন্ধ রাখতেন। হাসপাতালের সরকারি গাড়ি তিনি পারিবারিক ও নিজের কাজে সার্বক্ষণিক ব্যবহার করতেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে ৩৬ টি অভিযোগ তদন্তে সিদ্ধান্ত

সদরের বল্লিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন

আশাশুনিতে প্রতিবন্ধী উপকারভোগীদের চিকিৎসা সহায়তা প্রদান

হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান

খাজরায় পরীক্ষামূলক সূর্যমূখী ফুলের চাষ, সম্ভবনার হাতছানি

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

তালায় ইউএনও’কে প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা

উপকূলে ৪লাখ কৃষকের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষে কর্মকর্তাদের প্রশিক্ষণ

বুনিয়াদ কোচিং সেন্টারের আয়োজনে সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ

বুধহাটায় বসত বাড়িতে চুরি