শেখ মনিরুল ইসলাম : শহরের সুলতানপুর বড়বাজারে মসল্যা ভান্ডারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত ভোর ৫টার দিকে সুলতানপুর বড়বাজারে সাবেক কমিশনার আবুল কাশেমের মসল্যা ভান্ডারে আকর্ষিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ধারনা করা হচ্ছে বিদ্যুতের সটসার্কিটের কারনে মসল্যা ভান্ডারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সূত্রে জানাগেছে, গত ২ জানুয়ারী মঙ্গলবার বড় বাজারের মসল্যা ভান্ডার কর্তৃপক্ষ সারাদিন বেচা-বিক্রি করে রাত ১০ টার দিকে প্রতিষ্ঠান বন্ধ করেন। ওই দিন ভোর ৫টার দিয়ে মসল্যা ভান্ডারের দোকানের পিছনের অংশে বিদ্যুতের সটসার্কিটের কারনে আগুন ধরে যায়।
এসময় বাজারের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক মোঃ সাইফুজ্জামানের নেতৃত্বে একটি দল এবং থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে মসল্যা ভান্ডারের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল পুড়ে যায়।