নিজস্ব প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী ও বিএনএম এর জেলা সভাপতি আলহাজ্ব মো. কামরুজ্জামান (বুলু) বিশাল নির্বাচনী মোটর সাইকেল শোডাউন করেছেন। বৃহস্পতিবার বিকালে শহরের নিউমার্কেট এলাকা থেকে এ মোটরসাইকেল শোডাউ শুরু হয়ে বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে শহরের পাকাপোল এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোটর সাইকেল শোডাউনে বিপুল সংখ্যক জনসমর্থক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে আলহাজ্ব মো. কামরুজ্জামান (বুলু) বলেন, সাতক্ষীরা সদর আসনের উন্নয়নের জন্য নোঙ্গর প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ৭ জানুয়ারী নোঙ্গর প্রতীকে ভোট দিয়ে অবহেলিত, বঞ্চিত সাতক্ষীরার উন্নয়নের সুযোগ দিন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে সাতক্ষীরার জলাবদ্ধতা দূর করতে যা করার দরকার করবো।
দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে সাতক্ষীরার রাস্তা- ঘাট, স্কুল, কলেজসহ সকল সেক্টরের উন্নয়ন করবো। এসময় উপস্থিত ছিলেন, বিএনএম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, রফিকুল ইসলাম, ইকবাল হাসান ও সোহাগ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।