নিজস্ব প্রতিনিধি : ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাঙ্গল প্রতিক বিজয়ের লক্ষ্যে রসুলপুরে মহাজোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বুধবার বিকাল সাড়ে ৪টায় রসুলপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসুর সভাপতিত্বে ও পৌর কাউন্সিল শেখ শফিক-উদ দৌলা সাগর’র সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনে মহাজোটের লাঙ্গল প্রতিকের প্রার্থী আশরাফুজ্জামান আশু। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি। প্রধান বক্তারা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নৌকা প্রতিক প্রত্যাহারকৃত প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
এছাড়া বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরা জেলার সভাপতি মাহমুদ আলী সুমন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল কবির খোকন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সাদেক, পৌর ০৭ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌর কাউন্সিল শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌর ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সুবল কুমার বিশ্বাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম বিপুল, পৌর কাউন্সিলর শেখ মারুফ হাসান, জেলা শ্রমিকলীগ নেতা আব্দুল্লাহ সরদার প্রমুখ।
নির্বাচনী পথসভায় বক্তারা বলেন সাতক্ষীরা সদর উপজেলাবাসী এই আসনে আর কোন দুর্নীতিবাজ কে ক্ষমতায় দেখতে চায়না। তিনি বিগত দশ বছরে ক্ষমতায় থেকে শিক্ষা প্রতিষ্ঠান, ভোমরা স্থল বন্দর সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আয় করেছেন। তিনি জনগণের কল্যাণে কিছুই করতে পারেননি। তাই আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরাবাসী লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে আশরাফুজ্জামান আশু কে বিজয়ী করার মাধ্যমে দুর্নীতিমুক্ত সাতক্ষীরা গড়বে।