বৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

শ্রদ্ধা ও ভালোবাসায় দৈনিক সাতক্ষীরা চিত্র’র সম্পাদক সাংবাদিক আনিছুর রহিমকে স্মরণ

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ৪, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ

সকাল রিপোর্ট : শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সাতক্ষীরার সাহসী সাংবাদিকতার পথিকৃৎ মোঃ আনিছুর রহিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, প্রামাণ্য চিত্র প্রদর্শন, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুরস্থ আশরাফ ভবন প্রাঙ্গণে স্থাপিত আনিসুর রহিমের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

শ্রদ্ধা জ্ঞাপন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুল হামিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, দৈনিক পত্রদূতের সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল হোসেন, বাসদের সমন্বয়ক নিত্যনন্দ সরকার, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শেখ আহসানুর রহমান রাজিব, সাবেক পিপি অ্যাড. ওসমান গণি, এমএসএফ এর সাধারণ সম্পাদক অ্যাড. মনির উদ্দীন, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নারী নেত্রী জেৎস্না দত্ত, প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য সচিব আবদুস সামাদ, ল’ স্টুডেন্ট ফোরামের মো. সালাউদ্দীন, শ্রমিক নেতা রবিউল ইসলাম, কাজী মহব্বত হোসেন প্রমুখ। পরে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে আনিসুর রহিমের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আনিসুর রহিমের সহধর্মিনী সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা, অভিভাবক আব্দুস সামাদ, শিশু শিক্ষার্থী সারিকা সায়নী প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আহমেদর রহিম।

পরে শহরের কামালনগর সরকারি কবরস্থানে গিয়ে মরহুমের কবর জিয়ারত করেন স্কুলের শিক্ষার্থী শিক্ষকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে, আনিসুর রহিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল ও প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সংস্থার পরিচালক সাহেদ আহমেদ প্রমুখ। এছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকেও পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিকে, সাতক্ষীরার সাহসী সাংবাদিকতার পথিকৃৎ মোঃ আনিছুর রহিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিক সমাজ আলোচনা সভার আয়োজন করে।

উল্লেখ্য, মোঃ আনিসুর রহিম মহান মুক্তিযুদ্ধে তৎকালীন পূর্বপাকিস্থান ছাত্র ইউনিয়নের একজন কর্মী হিসেবে বরগুনা অঞ্চলে অসীম সাহসিকতার সাথে বিভিন্ন অভিযান পরিচালনা করে কিংবদন্তী হয়ে থাকলেও তিনি মুক্তিযুদ্ধের সনদ গ্রহণ করেননি। যশোর এমএম কলেজের ছাত্র থাকা অবস্থায় ১৯৭৩ সালে তিনি সাপ্তাহিক একতার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ¯œাতকোত্তর ডিগ্রি নিয়ে আশির দশকের শুরুর দিকে তিনি সাতক্ষীরায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং এক দশকের অধিককাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সাতক্ষীরা মহিলা কলেজের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও কলেজ সরকারি হওয়ার পর তিনি চাকুরী ছেড়ে দিয়ে বিভিন্ন বেসরকারি কলেজে শিক্ষক ও অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে তার প্রতিষ্ঠিত দৈনিক সাতক্ষীরা চিত্র পত্রিকার মাধ্যমে সাতক্ষীরায় সাহসী সাংবাদিকতার এক নবযাত্রা শুরু হয়।

অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন ঘুষ দুর্নীতি বিরুদ্ধে সাহসী লেখনীর কারণে তিনি বেশ কয়েকবার হামলা ও হত্যা প্রচেষ্টার শিকার হন। পরবর্তীতে চরম অর্থ সংকটের মুখে দৈনিক সাতক্ষীরা চিত্রের প্রকাশনা বন্ধ হয়ে গেলে তিনি দৈনিক পত্রদূত এর সম্পাদকমন্ডলীর সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক ছিলেন। সাতক্ষীরার সাহসী সাংবাদিকতার পথিকৃৎ হয়ে ওঠা মোঃ আনিসুর রহিম ২০২৩ সালের ৩ জানুয়ারি সুন্দরবন ভ্রমণরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপূজা উপলক্ষে আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ওসি নজরুল ইসলাম

তালায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক

পুলিশ সদস্যদের “দক্ষতা উন্নয়ন কোর্স” ১২তম ব্যাচের সমাপনী

রাড়ুলী ইউনিয়ন চাকুরিজীবী মানব কল্যাণ সোসাইটির শীতবস্ত্র বিতরণ

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরকার সাদি মহম্মদ এঁর মৃত্যুতে সাতক্ষীরায় শ্রদ্ধা স্মরণ

কালিগঞ্জে সহিংসতা, সম্প্রীতি স্থাপনের অঙ্গীকার করলেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

দেবহাটায় প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শপথ নিলেন সাতক্ষীরা সদরের নব নির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান বাবু

জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাজার ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে নেই: মেনন