নিজস্ব প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের ন্যায় সাতক্ষীরা-২ আসনে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ট্রাকের পাল্লা ভারী হচ্ছে। নির্বাচনী প্রচারনায় শীর্ষ স্থান দখল করেছেন ট্রাকের স্বতন্ত্র প্রার্থী আফসার আলী। জননেত্রী শেখ হাসিনার সিন্ধান্ত অমান্য করে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি ঈগল প্রতীক নিয়ে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন।
অন্যদিকে মহাজোটের মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান আশু লাঙ্গল প্রতীক নিয়ে আওয়ামীলীগের হেভিওয়েট নেতা কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন। ফলে প্রধান শেখ হাসিনার মহাজোটের প্রার্থীকে সমর্থন না দিয়ে আওয়ামীলীগের মধ্যে মতবিরোধের কারনে আওয়ামী লীগের ভোট দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আফসার আলী ট্রাক প্রতিক নিয়ে নির্বাচনী গনসংযোগ করছেন। এলাকার তরুণ সহ সর্ব শ্রেনীর জনগনকে সাথে নিয়ে সাতক্ষীরা-২ আসনের বিভিন্ন জায়গায় বিরামহীন ভাবে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন । যতই দিন যাচ্ছে ততই বিভিন্ন শ্রেনীর পেশাজীবি ও ভাটারদের সমর্থন বৃদ্ধি পাচ্ছে। কারন তিনি একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক তিনি ইউনাইটেড মডেল কলেজ, পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়, কয়েকটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি দীর্ঘদিন যাবৎ এলাকায় সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছেন। তিনি এলাকার শতাধিক বেকার যুবকের চাকুরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন।
এছাড়া এলাকায় দাতব্য চিকিৎসালয় ও ডায়বেটিস সেন্টার, মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা স্থাপন করে জনগনের সেবা দিয়ে যাচ্ছেন। তাই সাধারন ভোটার ও বিভিন্ন দলের সমর্থনকারী ভোটাররা তাদের পছন্দের প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী আফসার আলীর দিকে ঝুঁকে পরেছেন। এলাকাবাসীর ভাষ্যমতে আফসার আলীর ট্রাক প্রতিকের বিজয়ের সম্ভাবনাই বেশি।