ই.এইচ সুজন, কুল্যা প্রতিনিধি : আশাশুনি উপজেলার ৪১ নং যদুয়ারডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা শিক্ষা অফিসার। উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন সহঃ উপজেলা শিক্ষা অফিসার গৌরাঙ্গ কুমার গাইনকে সাথে নিয়ে বিদ্যালয়টি পরিদর্শন করেন।
বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিদর্শন শেষে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ ম্যানেজিং কমিটির সদস্যদের প্রশংসা করেন। এবং মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর সরকার দীপ, ইউ পি সদস্য উত্তম সরকার, ম্যানেজিং কমিটির সভাপতি গৌরাঙ্গ সরকার ও সদস্য অমৃত কুমার সানা উপস্থিত ছিলেন।