শহিদ জয়, যশোর প্রতিনিধি : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২৩৩তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (৫ জানুয়ারি) সকালে যশোর শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি প্রফেসর দীনেশ মন্ডল, কবি ও কথা সাহিত্যিক সুরাইয়া শরীফ, কবি ও কথা সাহিত্যিক রাশিদা আখতার লিলি। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, মো. হোসেন আলী, নূরজাহান আরা নীতি, রবিউল হাসনাত সজল, মো. মনিরুজ্জামান, কাজী নূর, আহমেদ মাহাবুব ফারুক, তোজাম্মেল হক, ডা. অমল কান্তি সরকার, শেখ হামিদুল হক, শাহরিয়ার সোহেল, অরুণ বর্মন, করিম আনোয়ার, এম এ কাসেম অমিয়, ভদ্রবতী বিশ^াস, অ্যাড. মাহমুদা খানম, গোলাম রসূল, রেজাউল করিম রোমেল, আলমগীর হোসেন হিমেল, লাবনী খানম, সানজিদা ফেরদৌসী, শরীফ হোসেন ধীমান, এম এম মনিরুল ইসলাম, শ্রী হাজারী লাল সরকার, মো. নজরুল ইসলাম, এসএম তাছনিম (মেঘ) প্রমুখ। সভায় কবি ও কথাসাহিত্যিক সুরাইয়া শরীফ, রাশিদা আখতার লিলির জন্মদিনে ফুলের শুভেচ্ছা জানানো হয়।