মণিরামপুর প্রতিনিধি : মণিরামপুরের কুলটিয়ায় অতিরিক্ত মদপানে প্রতাপ বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কুলটিয়া গ্রামের মৃত রঞ্জন বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে প্রতাপ বিশ্বাস (৪২) তার গ্রামের বন্ধু গণপতি রায়ের বাড়িতে গিয়ে অতিরিক্ত মদপান করে। এতে অসুস্থ হয়ে পড়লে তার বন্ধু তাকে বাড়িতে পৌঁছে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে গণপতি স্থানীয়দের সহযোগিতায় শনিবার ভোরে প্রতাপকে স্থানীয় কাদু স্মৃতি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় মণিরামপুর থানায় প্রতাপের ভাইপো শোভন বিশ্বাস বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন জানান, লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।