নিজস্ব প্রতিনিধি : ইটাগাছায় পৌর ০৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর নিজস্ব কার্যালয়ে বিদ্যুতের সটসার্কিটে আগুনে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ৭ জানুয়ারী রবিবার বিকাল ৪টার দিকে পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেনের কার্যালয়ে আগুন ধরে যায়।
কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু জানান, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শহরের ইটাগাছা মোড়ে নিজস্ব কার্যালয়ে তালা দিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন। বিকাল টার দিকে ওই অফিসের পাশের দোকানদার তাকে ফোন করে জানান অফিসের মধ্যে ধোয়া উড়ছে। তিনি ভোট কেন্দ্র থেকে তাৎক্ষণিক অফিসে ফিরে এসে দেখতে পান অফিসের মধ্যে আগুন জ্বলছে।
এসময় স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তবে অফিসে অগ্নিকান্ডের ঘটনায় ধারনা করা হচ্ছে বিদ্যুতের সটসার্কিটের কারনে আগুন লাগতে পারে। এঘটনায় কাউন্সিলরের অফিসে থানা টেবিল, চেয়ার, একটি স্মার্ট টেলিভিশন, সিসিটিভি ক্যামেরাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। পৌর কাউন্সিলরের কার্যালয়ে অগ্নিকান্ডের খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।