শহর প্রতিনিধি : সাতক্ষীরা-০২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুকে সাতক্ষীরা মেডিকেল কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো. রুহুল কুদ্দুস, অধ্যাপক ডাঃ কাজী আরিফ আহমেদ, অধ্যাপক ডাঃ শঙ্কর প্রসাদ বিশ্বাস, সহকারী অধ্যাপক ডাঃ ফারহানা হোসেন, সহকারী অধ্যাপক ডাঃ কামরুন নাহার শিউলি, অধ্যক্ষের পিএ মো. আকতারুজ্জামান প্রমুখ।