অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : সুলতানুল আউলিয়া কুতুবুল আক্তার গাউছে জামান আরেফ বিল্লা হযরত শাহ সুফি আলহাজ্ব খান বাহাদুর আহসানুল্লাহ (রাঃ) এর ৬০ তম বার্ষিক ওরছ শরীফ উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। (১২ জানুয়ারি) শুক্রবার বিকাল ৪ টায় সখিপুর আহছানিয়া মিশনের নিজস্ব কার্যালয় এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরামর্শ সভায় সঞ্চালনা করেন আহছানিয়া মিশনের সুযোগ্য সাধারণ সম্পাদক আবু তালেব। উক্ত পরামর্শ সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ নজরুল ইসলাম, সখিপুর আহছানিয়া মিশনের সহ-সভাপতি আনসার আলী, বিশিষ্ট সমাজসেবক সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স ম আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল হোসেন বকুল, ইউ পি সদস্য নূর মোহাম্মদ গাজী সহ বিভিন্ন সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।