আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে মোটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আরিফুল ইসলাম আহত হয়েছেন। রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৯ টার দিকে আশাশুনি বাইপাস সড়কে দুর্ঘটনা ঘটে। বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামের জাহিদ আলী সরদারের ছেলে সাংবাদিক আরিফুল তার মেয়েকে মাদ্রাসায় রেখে বাড়ি ফিরছিলেন।
সকাল ৯ টার দিকে মোটর সাইকেল ড্রাইভ করে আশাশুনি বাইপাস সড়কে পৌছলে তার মোটর সাইকেল দুর্ঘটনা কবলিত হয়। দুর্ঘটনায় তার হাতের হাড়ে চোট ও মাথায় গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তির ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।