অহেদুজ্জামান খান : ১৪ জানুয়ারী রবিবর, সকাল সাড় ১০টায় নবজীবন অডিটোরিয়ামে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে ওঠার আহবানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের নবীণ শিক্ষার্থীদের। এই নবীণ বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস। নবীণ বরণ উপলক্ষে সজানো হয় অডিটোরিয়াম।
সবাই মেতে উঠে হাসি-আনন্দ-আড্ডা উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে উঠেন শিক্ষকরাও। নবাগত শিক্ষাথীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের সভাপতি ও দৈনিক সাতক্ষীরার সকালের সম্পাদক তারেকুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম এ জায়েদ বিন গফুর, সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও সেক্রেটারী, জেলা আইডিবি।
আলোচনায় বিশেষ অতিথি বলেন, এখান থেকে সুশিক্ষা গ্রহণ সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুন প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনে স্বপ্ন দেখি। তিনি আরও বলেন জানতে হলে প্রশ্ন করতে হবে। জানার ও শেখার কোন বয়স নেই। দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের উতসাহিত করেন।
এছাড়াও কৃতি শিক্ষার্থীদের মধ্যে অনেকে বক্তব্য দেন। এসময় কলেজের পরিচিতি, ইতিহাস ও অর্জন নিয়ে বক্তব্য দেন। নতুন শিক্ষার্থীদের তাদের সিলেবাস সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করে। অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন মো: হাসিবুর রহমান, বিভাগীয় প্রধান, টেক্সটাইল টেকনোলজি ও মো: জাকির হোসেন, জুনিয়র ইন্সট্রাক্টর, কম্পিউটার টেকনোলজি। উক্ত অনুষ্ঠানে সকল বিভাগীয় প্রধান ও সহকারী শিক্ষকগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।