জি এম ফিরোজ উদ্দিন, মণিরামপুর প্রতিনিধি : যশোর-৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী নেতাকর্মীসহ অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এমপি হিসেবে শপথ গ্রহণের পর রোববার সাড়ে ১২টার দিকে যশোর বিমানবন্দরে পৌছালে তার সংসদীয় এলাকার অসংখ্য মানুষ তাকে অভ্যর্থনা জানান। ফুলের শুভেচ্ছার সাথে তাকে বরণ করে বর্ণাঢ্য গাড়ি বহরে করে গণসংবর্ধনার জন্য মণিরামপুরে নিয়ে যাওয়া হয়।