বিলাল হোসেন, শ্যামনগর : শ্যামনগরে রাতের আঁধারে এক কৃষকের ৩ শতাধিক মিষ্টি কুমড়া গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ কৃষক শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউপির রামগোবিন্দুপুর কলুনি পাড়া গ্রামের সোহারব মিস্ত্রীর ছেলে রুহুল কুদ্দুস মিস্ত্রী(৫৫)।
কৃষক রুহুল কুদ্দুস জানান, ১৩ বছর আগে স্থানীয় এক জমির মালিকের কাছ থেকে ১৪ বিঘা জমি লিজ নিয়ে মাছ চাষের সাথে ঘেরের ভেড়িতে সবজি চাষ করে আসছি। এবছর সমিতি থেকে লোন করে লাভের আশায় সব জমিতে মিষ্টি কুমড়ার চাষ করি। প্রতিটা গাছে ৫-৬ টা কুমড়ার ফল ধরেছে ফলও ভালো ধরেছে ।
কিন্তু কে বা কারা শুত্রæ করে শনিবার রাতে ফলন্ত গাছ গুলো সব কেটে দিয়ে গেছে। এখন আমি কি করে এই ঋণ শোধ করবো। এখান ৫ বছর আগে আমার ঘেরে বিষ দিয়ে সব মেরে দিয়েছিল সেখান থেকে আমি আর মাছ ছাড়ি না। প্রসাশনের কাছে অভিযোগ করেও কোন বিচার পায়নি।
স্থানীয় কৃষক হাফিজুর রহমান বলেন, এভাবে যদি ক্ষতি করতে থাকে তাহলে আমরা ঝুঁকি নিয়ে কিভাবে টাকা পয়সা খরচ করে সবজি চাষ করবো। সঠিক তদন্ত করে অপরাধীকে শাস্তির দাবি জানাই। এবিষয় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।