শেখ মোশফেক আহমেদ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা থেকে নির্বাচিত তিন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা। শনিবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীস্থ ট্রমা সেন্টারে সাতক্ষীরা জেলা সমিতির উপদেষ্টা সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসন থেকে পুন:নির্বাচিত অধ্যাপক ডা. আ ফ ম রুহল হক, সাতক্ষীরা-২ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু এবং সাতক্ষীরা-৪ থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আতাউল হক দোলনকে এ শুভেচ্ছা জানানো হয়।
সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ, সহ-সভাপতি সামছুল আলম, সহ-সভাপতি কাজী সিদ্দিকুর রহমান, যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক শফিকুর ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ তাঁদের ফুলের শুভেচ্ছা জানান।