লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের পিতা পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আলহাজ্ব ইউনুচ আলী সানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে অইন্নাইলাহি রাজিউন)।
রোববার দিবাগত রাত ১.৪০ টায় পাইকগাছা উপজেলা সদরে নিজ বাস ভবনে তিনি মারা যান। মৃতকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃতান্তে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। মরহুম ইউনুচ আলী দীর্ঘদিন ক্যান্সার রোগে ভ‚গছিলেন। সোমবার বেলা ৩ টায় পাইকগাছার খড়িয়া (খাল পাড়) গ্রামের বাড়ীর পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমকে দাফন করা হয়।
জানাযা নামাজে ঈমামতি করেন, হাফেজ আকবর আলী। সাবেক ইউপি চেয়ারম্যান আফছার আলী, মরহুমের শ্যালক অধ্যক্ষ মনজুরুল আমিন শেখর, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, দপ্তর সম্পাদক শেখ বাদশা, বাহাবুল হাসনাইন সহ স্থানীয় জনপ্রতিনিধি, পাইকগাছা উপজেলা ও আশাশুনিতে কর্মরত সাংবাদিক, মরহুমের আত্মীয় স্বজন ও পরিবারের লোকজন সহ এলাকার মুসল্লিবৃন্দ নামাজে অংশ নেন।