সুব্রত কুমার গোলদার (খাজরা) আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে দুই বছর ধরে হাটি হাটি পা পা করে চলমান সম্পূর্ন একটি অরাজনৈতিক সংগঠন আশ শাম্স ফাউন্ডেশন এ বছর খাজরা ইউনিয়নসহ পাশ^বর্তী আরও কয়েকটি ইউনিয়নে শীতার্ত এতিম,দরিদ্র পরিবারের মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছে।
সোমবার (১৫ জানুয়ারী) সকালে সর্বশেষ ফটিকখালী হিফজুল কোরআন মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের মাঝে সংগঠনের পক্ষে ফাউন্ডেশনের সদস্য সচিব মেহেদী হাসান শিক্ষার্থীদের শীত নিবারনের জন্য শীতবস্ত্র কম্বল প্রদান করেন। এর আগে গত ৩জানুয়ারী থেকে ইউনিয়ন ভিত্তিক কম্বল বিতরণ শুরু হয় বলে ফাউন্ডেশন থেকে জানা যায়। ফাউন্ডেশন সুত্রে জানা যায়, আশ শামস্ ফাউন্ডেশন এ বছর, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর ইউনিয়নে হাফেজিয়া,কওমিয়া ও মক্তব মাদ্রাসায় পড়ুয়া এতিম,দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে আশ শামস্ ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে শীত বস্ত্র কম্বল বিতরণ করে আসছে। কম্বল বিতরণকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেমায়েতুল্লাহ ও মাওঃ হাফিজুর রহমান, সদস্য হাফেজ ওমর ফারুক,আবু তালহা,আদম আলী,আল মুজাহিদ ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনটি এবছর প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ শীত বস্ত্র কম্বল বিতরণ করেছেন।
ফাউন্ডেশনের সদস্যরা বলেন, আশ শামস্ ফাউন্ডেশন ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে সদস্যদের উত্তোলনকৃত অর্থ সম্পূর্ন পরকালের পাথেয় হিসেবে সমাজে দরিদ্র,ছিন্নমূল,এতিম মানুষদের কল্যানে কাজ করে যাচ্ছে। সংগঠনটির অধিকাংশ সদস্য শিক্ষার্থী। তারা আরও বলেন,ফাউন্ডেশনের পক্ষে বছরের দুই ঈদে ঈদ সামগ্রী বিতরণ,পবিত্র রমজানে ইফতার সামগ্রী বিতরণসহ নানা কাজ মানুষের কল্যানে করে আসছে।