দুর্নীতি ঢাকতে কৃষি অফিসের দৌড়ঝাঁপ শুরু
নাজমুল হুদা ঝাউডাঙ্গা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর দুর্নীতি ঢাকতে দৌড়ঝাপে মরিয়া। ১৫ জানুয়ারি সোমবার দুর্নীতির সংবাদ পত্রিকায় প্রকাশের পর রাতারাতি সেই সাইনবোর্ড সরিয়ে পাশ্ববর্তী গম ক্ষেতে স্থাপন করা হয়েছে। তবে সাইনবোর্ডে নামীয় কৃষকের কোন সন্ধান পাওয়া যায়নি।
সাইনবোর্ড সরানোর পর উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরুফা সুলতানা এপ্রতিনিধিকে ফোন করে বলেন- ‘সরিষা ক্ষেতের পাশের জমিতে গমচাষ করা হয়েছে। চলেন আপনার মটর সাইকেলে আমতলা বøকে সরজমিনে পরিদর্শন করে আসি’। তবে কাগজ কলমে সরকারের ভর্তুকির সার ও বীজ ৩৩ শতক জমি চাষের জন্য দেওয়া হয়েছে কিন্তু পাশে বাস্তবায়ন করছে ৬শতাংশ।
সাইনবোর্ড স্থাপন করা হয়েছে সেখানেই। প্রকৃত কৃষকের নাম জাকির। তিনি সরকারি কোন সহযোগিতা পাননি বলে জানান। সরকারের দেওয়া ভর্তুকির সার ও বীজ এবং কতৃপক্ষের তদারকি নিয়ে এতো ছলচাতুরিপনা কিসের আলামত? এই হীন দুর্ণীতি বন্ধে জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট উপ-পরিচালক মহোদয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।