আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে সভায় কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন কর্মকর্তা, সকল সিএইচসিপিরা উপস্থিত ছিলেন। সভায় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম ও সমস্যা নিয়ে আলোচনা এবং ইউএইচএফপিও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।