এ. মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি বিকালে ধুলিহর কাজীরবাসায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।
তিনি বলেন,আমরা মূলত প্রান্তিক কৃষকদের মনে ভরসা জাগাতে চাই এবং সেই লক্ষ্য অর্জনে আমরা কাজ করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রকৌশলী হারুনার-রশিদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, আফসানা আইরিন,আশিফ পারভেজ প্রমূখ।
এসময় উদ্যোক্তা কৃষক হিসাবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, কার্তিক চন্দ্র চৌধুরী, মোস্তাফিজুর রহমান,ইনামুল কবির, মোঃ রাসেলসহ আরো অর্ধশতাধিক কৃষক। ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় জমিতে যৌথ সার ব্যবহারকারী কৃষক উদ্যোক্তা সভা সাতক্ষীরা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহানা আফরোজ।