বিশেষ প্রতিনিধি : সাতক্ষীর শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নে সাতক্ষীরা-৪ এর নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন এর শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নূরনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় নূরনগর ফুটবল মাঠে নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদের সভাপতিত্বে ও নূরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান এর সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য (সাতক্ষীরা-৪ ) এস এম আতাউল হক দোলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ভার প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাইদ উজ জামান সাইদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক কাশিমারি ইউপি চেয়ারম্যান গাজী আনিসুর রহমান, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক উপজেলা কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম , শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা, কালিগঞ্জ রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজী টোকন , কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন,চেয়ারম্যান শ্যামনগর ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু,শ্যামনগর ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, রমজান নগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন , আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালে বাবু সহ ২০টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ , কালিগঞ্জ ক্লাবের সহ-সভাপতি ও ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগ , ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক গন, সাংবাদিক, প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক গণ ও বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক। জনসভাটি জনসমুদ্রের পরিণত হয়।